জরায়ু প্রতিস্থাপনের পর বিশ্বের প্রথম শিশুর জন্ম হল সুইডেনে

গর্ভ প্রতিস্থাপনের পরও যে সন্তানের জন্ম দেওয়া যায় তা প্রমাণ করলেন সুইডেনের এক মহিলা। গত সপ্তাহান্তে একটি সুস্থা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছরের মা।

Updated By: Oct 7, 2014, 05:20 PM IST
জরায়ু প্রতিস্থাপনের পর বিশ্বের প্রথম শিশুর জন্ম হল সুইডেনে

ওয়েব ডেস্ক: গর্ভ প্রতিস্থাপনের পরও যে সন্তানের জন্ম দেওয়া যায় তা প্রমাণ করলেন সুইডেনের এক মহিলা। গত সপ্তাহান্তে একটি সুস্থা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছরের মা।

স্বাভাবিক পদ্ধতিতে গর্ভধারণে অক্ষম এমন ৭ জন মহিলার শরীরে গর্ভ প্রতিস্থাপন করা হয়ছিল। একষট্টি বছরের এক মহিলার জরায়ু প্রতিস্থাপন করার পর মা হলেন সুইডেনের এই মহিলা। বাকি ৬ মহিলার মধ্যে বেশিরভাগের শরীরেই তাদের মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয়। জরায়ু প্রতিস্থাপনের পর এউভিএফ পদ্ধতির সাহায্যে সন্তান ধারণ করেন সকলেই। বাকি মহিলারা এখন প্রায় সকলেই অন্তত ২৮ সপ্তাহের গর্ভবতী।

সুইডেনের এই সাফল্যের পর এখন গোটা ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও চিনের চিকিত্‍সকরাও এই পদ্ধতিতে জরায়ু প্রতিস্থাপনের কথা ভাবছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই চিকিত্‍সার খরচ ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার।

 

.