ব্রণ সরিয়ে মুখ ঢেকে নিন সুন্দরীদের ভিড়ে
যৌবনের দোরগোড়ায় এসে মন যখন উড়ুউড়ু। শীত, গ্রীষ্ম, বর্ষা সবই লাগে বসন্ত ঠিক সেইসময় এমন এক জিনিসে মুখ ঢেকে যায়, যা সত্যিই বিরক্তকর। ব্রণ। তারপরে বিজ্ঞাপণ। কেননা মুখে ব্রণ হলেই বিজ্ঞাপণে মন কাড়ে কোন ফেসক্রিম কত তাড়াতাড়ি পিম্পলস তাড়াচ্ছে। সেলিব্রিটির মতো সুন্দর ত্বক রাতারাতি পেতে গিয়ে স্বপ্নভঙ্গ। কোনও কিছুতেই মুখের ব্রণ কমছে না।
ওয়েব ডেস্ক: যৌবনের দোরগোড়ায় এসে মন যখন উড়ুউড়ু। শীত, গ্রীষ্ম, বর্ষা সবই লাগে বসন্ত ঠিক সেইসময় এমন এক জিনিসে মুখ ঢেকে যায়, যা সত্যিই বিরক্তকর। ব্রণ। তারপরে বিজ্ঞাপণ। কেননা মুখে ব্রণ হলেই বিজ্ঞাপণে মন কাড়ে কোন ফেসক্রিম কত তাড়াতাড়ি পিম্পলস তাড়াচ্ছে। সেলিব্রিটির মতো সুন্দর ত্বক রাতারাতি পেতে গিয়ে স্বপ্নভঙ্গ। কোনও কিছুতেই মুখের ব্রণ কমছে না।
দামি দামি ফেসক্রিম সরিয়ে একটু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারেন। রান্না ঘরে ঢুঁ মারলে হাতের কাছে পেয়ে যাবেন প্রয়োজনীয় জিনিস। এই ধরুন আপেল সিডার ভিনিগার, গ্রিনটি, মেন্থল তেল। আপেল সিডার ভিনিগার ত্বকের ন্যাচারাল pH -র ভারসাম্য রাখে। গ্রিন টির মধ্যে ভরপুর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে মসৃণ করতে সাহায্য করে। আর ব্যাকটেরিয়া রুখতে মেন্থল তেল অপরিহার্য।
কীভাবে বানাবেন?
বড় এক কাপ গ্রিন টি নিন। তাতে আপেল সিডার ভিনিগার মেশান ভাল করে। সঙ্গে পাঁচ ফোঁটা মেন্থল তেল মিশিয়ে নিন। এরপর খালি স্প্রে বোতলে ঢেলে দিনে দু'বার মুখে স্প্রে করুন। কয়েকদিন পর দেখবেন বসন্ত ফের এসে গেছে। আর মুখ ঢেকে যাবে না, বিজ্ঞাপনে নয় সুন্দরীদের ভিড়ে।