India Corona Update: দেশে করোনা সংক্রমণ দেড় লক্ষ পার

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের

Updated By: Jan 9, 2022, 03:03 PM IST
India Corona Update: দেশে করোনা সংক্রমণ দেড় লক্ষ পার

নিজস্ব প্রতিবেদন: হাজার বিধিনিষেধ থাকলেও দেশে ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ। ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের।

স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য বলছে, একদিনে দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১। দেশে পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত। ৪১ হাজার ৪৩৪ মানুষ আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজার ১৮১ আক্রান্ত। 

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৮,২১৩। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গিয়েছে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রন আক্রান্ত। শনিবারের হিসেব ধরলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ১৭,৩০,৭৫৯ জন। শুক্রবারের তুলনায় রাজ্যে করোনার মৃতের সংখ্যা সামান্যই বাড়ল। শুক্রবার রাজ্যে করোনার শিকার হয়েছিলেন ১৮ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ১৯। এনিয়ে রাজ্যে করোনার মৃত্যু হল ১৯,৮৮৩ জন। এদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট। শুক্রবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ২৬.৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় তা বেড়ে হল ২৯.৬০ শতাংশ।

আরও পড়ুন: Omicron-এর সঙ্গে ভালো ভাবে লড়তে গেলে খেতে হবে এই সব খাবার!

আরও পড়ুন: বাংলায় আক্রান্তের ৭১ শতাংশই Omicron সংক্রামিত, শিশুদেরও প্রায় ৭০ শতাংশ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.