সমীক্ষায় পাওয়া গেল HIV সম্পর্কে নতুন তথ্য!
HIV নিয়ে ধারণাটা এখনও আমাদের অনেকের কাছেই পরিস্কার নয়। HIVকে মনে করা হয় ছোঁয়াচে রোগ। ঠিক কী কী কারণে HIV হয় তাও জানা নেই অনেকের। বলা হয় সাধারণত যৌন সঙ্গম থেকেই হতে পারে HIV। তবে সব ক্ষেত্রেই যে যৌন সঙ্গম থেকে HIV হবে, এমনটাও আবার নয়। তাই এ নিয়ে গবেষণা আজও চলছে। সমীক্ষায় পাওয়া গেল HIV সম্পর্কে নতুন তথ্য।
ওয়েব ডেস্ক: HIV নিয়ে ধারণাটা এখনও আমাদের অনেকের কাছেই পরিস্কার নয়। HIVকে মনে করা হয় ছোঁয়াচে রোগ। ঠিক কী কী কারণে HIV হয় তাও জানা নেই অনেকের। বলা হয় সাধারণত যৌন সঙ্গম থেকেই হতে পারে HIV। তবে সব ক্ষেত্রেই যে যৌন সঙ্গম থেকে HIV হবে, এমনটাও আবার নয়। তাই এ নিয়ে গবেষণা আজও চলছে। সমীক্ষায় পাওয়া গেল HIV সম্পর্কে নতুন তথ্য।
সমীক্ষায় দেখা গিয়েছে, HIV সংক্রমণের ফলে দেখা দিতে পারে অকাল বার্ধক্য। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, HIV ভাইরাস শরীরের মধ্যে একবার ঢুকে গেলে, সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি বৃদ্ধে পরিণত করে দেয়। HIV-র ফলে শরীরে দেখা দেয় নিউরোকগনিটিভ ইমপায়ারমেন্টের মতো বার্ধক্যজনিত রোগ, যকৃতের সমস্যা, এবং হৃদযন্ত্রের নানারকম সমস্যা। যে সমস্ত বার্ধক্যজনিত রোগ বয়সকালে মানুষের মধ্যে দেখা দেয়, সেই রোগই কমবয়সীদের মধ্যেও HIV-র ফলে হয়ে যেতে পারে।
HIV-কে প্রতিরোধ করার জন্য বিজ্ঞানীরা তাই খাওয়া দাওয়া, জীবন-যাপন এবং অবশ্যই অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য সেবনের ওপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন।