Microplastics: আপনার রক্তের ভিতরে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট প্লাস্টিক কণা! কেন জানেন?

মানুষের রক্তে 'মাইক্রোপ্লাস্টিক' শনাক্ত হয়েছে, অধিকাংশ সময়ে যা জলের বোতল থেকেই রক্তে মিশছে বলে মত বিজ্ঞানীদের! তাঁদের গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিষয়টি।

Updated By: Mar 30, 2022, 03:29 PM IST
Microplastics: আপনার রক্তের ভিতরে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট প্লাস্টিক কণা! কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিক ক্রমশ এক সর্বত্রগামী বস্তুতে পরিণত হচ্ছে। পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে তা পৌঁছয়নি। তবে সব চেয়ে আশঙ্কার যে, প্লাস্টিক এখন মানুষের রক্তে পৌঁছে গিয়েছে! 

মানুষের রক্তে প্রথমবারের মতো প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এক বিদেশি সংবাদমাধ্যম। ডাচ ন্যাশনাল অর্গানাইজেশন ফর হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমন সিস-এর পরিচালনায় এই গবেষণাকর্মটি হয়েছে। গবেষণাটি সম্প্রতি 'এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল' জার্নালে প্রকাশিত হয়েছে। বিশ্ব জুড়ে ঘটে চলা প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে বড় অবদান রাখছে এই কাজ।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশের রক্তে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় যে বিষয়টি উদ্‌ঘাটিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, মাইক্রোপ্লাস্টিক রক্তের মাধ্যমে শরীরের অভ্যন্তরে চলাচল করতে পারে। শরীরের কোনও কোনও অঙ্গেও জমতে পারে মাইক্রোপ্লাস্টিক।

তবে রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়টি মানুষের স্বাস্থ্যের উপর ঠিক কীরকম প্রভাব ফেলে, তা এখনও বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়। যদিও তাঁরা মাইক্রোপ্লাস্টিক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কারণ, গবেষণাগারে পরীক্ষায় প্রাথমিক ভাবে অন্তত এটুকু দেখা গিয়েছে যে, মাইক্রোপ্লাস্টিক মানুষের কোষের ক্ষতি করে।

যাঁদের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে, তাঁদের অধিকাংশের রক্তে 'PET' প্লাস্টিক কণা পাওয়া গিয়েছে। এই প্লাস্টিক জলের বোতল তৈরিতে ব্যবহৃত হয়। নমুনায় মিলেছে পলিস্টাইরিন। এটি খাদ্য-সহ নানা পণ্যের মোড়কে ব্যবহৃত হয়। এ ছাড়া নমুনায় এমন পলিথিলিন পাওয়া গিয়েছে যা প্লাস্টিক ব্যাগে ব্যবহৃত হয়। এ ছাড়া দূষিত বায়ুতে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণাও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।

আরও পড়ুন: সঙ্কোচ না করে সকালে ঘুম থেকে উঠেই সেরে ফেলতে পারেন এই কাজটি; সারাদিন ফুরফুরে থাকবেন!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.