Monkeypox: শিশুরা মাঙ্কিপক্সে বেশি আক্রান্ত হতে পারে, সতর্ক করল ICMR
এই রোগ নির্ণয়ের জন্য ইতিমধ্য়েই একটি আরটিপিসির টেস্ট কিট তৈরি করে ফেলেছে বেসরকারি সংস্থা টিভিট্রন হেলথ কেয়ার
নিজস্ব প্রতিবেদন: মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। এনিয়ে সতর্ক করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(ICMR)। এনিয়ে একটি সতর্কতাও জারি করল কেন্দ্রীয় সংস্থা।
আইসিএমআর জানিয়েছে, শিশুরা এই রোগে বেশি করে আক্রান্ত হতে পারে। তাই এই রোগ সম্পর্কে সাবধান হওয়া প্রয়োজন। পাশাপাশি নজর রাখতে হবে এর উপসর্গের উপরেও। প্রসঙ্গত, দেশে এখনওপর্যন্ত কোনও মাঙ্কিপক্স রোগীর সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, এই রোগ নির্ণয়ের জন্য ইতিমধ্য়েই একটি আরটিপিসির টেস্ট কিট তৈরি করে ফেলেছে বেসরকারি সংস্থা টিভিট্রন হেলথ কেয়ার।
উল্লেখ্য, এখনওপর্যন্ত বিশ্বের ২১টি দেশে ২২৬ জন মাঙ্কিপক্স রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই হিসেবে বিশ্বস্বাস্থ্য সংস্থার। তবে সংস্থার আরও দাবি, আরও ১০০ জনের মধ্য়ে মাঙ্কিপক্স সংক্রমণ হতে পারে সন্দেহ করা হচ্ছে।
গত ৬ মে ব্রিটেনের এক নাগরিকের শরীরে মাঙ্কিপক্স ধরা পড়ে। ওই ব্যক্তি নাইজিরিয়া থেকে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত হন। তবে এখওপর্যন্ত স্পনেই এই রোগের সবচেয়ে বেশি রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। স্পেনে এখনওপর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে ৯৮ জন।
আরও পড়ুন-Monkeypox: Tomato Flu-র মাঝেই Monkeypox-র আতঙ্ক, কতটা প্রস্তুত ভারত?