রাজ্যে এল ৮ লক্ষ ডোজের কাছাকাছি Vaccine;'১৫০ কোটি দিয়ে টিকা কিনছি,' বললেন Mamata
এখন রাজ্যের হাতে রয়েছে ২৩ লক্ষের কাছাকাছি টিকার ডোজ।
![রাজ্যে এল ৮ লক্ষ ডোজের কাছাকাছি Vaccine;'১৫০ কোটি দিয়ে টিকা কিনছি,' বললেন Mamata রাজ্যে এল ৮ লক্ষ ডোজের কাছাকাছি Vaccine;'১৫০ কোটি দিয়ে টিকা কিনছি,' বললেন Mamata](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/03/323598-covidvac.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এল ৮ লক্ষের কাছাকাছি কোভিড টিকা। ৫ লক্ষের একটু বেশি কোভিশিল্ড ও আড়াই লক্ষের কোভ্যাক্সিন এসেছে বাংলায়। বুধবার রাজ্যে টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৬৪৬ জনকে।
বুধবার সন্ধেয় সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় ৫ লক্ষ ২০ হাজার ৫৫০ কোভিশিল্ডের ডোজ। পুণের সেরাম ইনস্টিটিউট থেকে ওই ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র। এ দিনই হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেককে টিকার বরাত দিয়েছিল রাজ্য সরকার। ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০ কোভ্যাক্সিন ডোজ এসে পৌঁছেছে। সবমিলিয়ে এ দিন রাজ্যে এল ৭ লক্ষ ৮৭হাজার ৩৪০ কোভিড ভ্যাকসিনের ডোজ।
এখন রাজ্যের হাতে রয়েছে ২৩ লক্ষের কাছাকাছি টিকার ডোজ। তার মধ্যে বিভিন্ন জেলায় রয়েছে ১৩ লক্ষের মতো। যদিও তা পর্যাপ্ত নয় বলে জানান ভ্যাকসিন হিমঘরের আধিকারিক অমলেশ বিশ্বাস।
বুধবার রাজ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৩৯৩ জনকে। ৮ হাজার ৩৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের নাগরিকদের জন্য ১৫০ কোটি টাকায় টিকা কিনছে সরকার। এখনও পর্যন্ত টিকাকরণ করা হয়েছে ১.৪ কোটি মানুষকে।
আরও পড়ুন- রাজ্যে পরীক্ষা বাড়লেও দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল, সুস্থতার হার ৯৩.৮৫%