Covaxin: WHO-এর স্বীকৃতি পেতে চলেছে কোভ্যাক্সিন! শীঘ্রই আসতে পারে সুখবর
WHO-এর অনুমোদন না থাকা কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশে যেতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ।
![Covaxin: WHO-এর স্বীকৃতি পেতে চলেছে কোভ্যাক্সিন! শীঘ্রই আসতে পারে সুখবর Covaxin: WHO-এর স্বীকৃতি পেতে চলেছে কোভ্যাক্সিন! শীঘ্রই আসতে পারে সুখবর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/13/345146-covaxin-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই মিলতে পারে সুখবর। সম্ভবত এই সপ্তাহেই কোভ্য়াক্সিনকে (Covaxin) জরুরি ব্যবহারের জন্য স্বীকৃতি দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্য়াক্সিন (Covaxin)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্বীকৃতি পেতে যা যা নথি জমা দিতে হয়, ইতিমধ্যে সেই সমস্ত নথি জমা করেছে সংস্থাটি। ৯ জুলাই সেই নথি জমা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর Dr Krishna Ella।
আরও পড়ুন: Covid 19: কোভিডে মৃত্যুতে ডেথ সার্টিফিকেটে লিখতে হবে করোনা, নিদের্শিকা কেন্দ্রের
আরও পড়ুন: Coronavirus: ফের কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু হার কমায় স্বস্তি
WHO-এর অনুমোদন না থাকা কোভ্যাক্সিন (Covaxin) টিকা নিয়ে বিদেশে পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। এবার হয়ত তাঁদের সেই সমস্যা মিটতে চলেছে। ভারতে তৈরি টিকার মধ্যে এখনও পর্যন্ত কোভিশিল্ডকেই (Covish) স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের ওই টিকা তৈরি করেছে।