নিজস্ব প্রতিবেদন: করোনা গিলে খাচ্ছে স্বামীর শরীর। বাঁচার আশা কত দূর জানা নেই। লাইফ সোপোর্টে বেঁচে আছেন স্বামী। কিন্তু এদিকে সন্তান চান স্ত্রী। সেই কারণেই হাসপাতালে গিয়ে স্বামীর শুক্রাণু চাইলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে কীভাবে পদক্ষেপ করবে বুঝে উঠতে পারছিল না। অতঃপর, ঘটনার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 গুজরাত হাইকোর্টে শুক্রাণু সংগ্রহের আবেদন নিয়ে গিয়েছিলেন স্ত্রী। সেই আবেদনে রায় দেয় আদালত। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, মঙ্গলবার বিকেলের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ গত পরশু আদালতের নির্দেশ মেনে স্বামীর শুক্রাণু তুলে দেয় স্ত্রীয়ের হাতে। সেই শুক্রাণু নিয়ে আইভিএফ পদ্ধতিতে স্ত্রী সন্তান ধারণ করার প্রস্তুতি নিচ্ছেন। 


আরও পড়ুন:হুহু করে ঢুকছে জল, সুড়ঙ্গে ডুবন্ত মেট্রোতে মৃত্যু ১২ জনের, বাকিদের উদ্ধারে সেনা
 


আরও পড়ুন: পেগাসাসের অপব্যবহার হলে তার তদন্ত হবে, জানিয়ে দিল এটির প্রস্তুতকারী সংস্থা NSO


এক বেসরকারি হাসপাতালেই এই পক্রিয়া সম্পন্ন হয়। তবে শুক্রাণু দেওয়ার অনুমতি চাওয়া যায়নি রোগীর থেকে। কারণ, প্রায় অর্ধমৃত অবস্থায় লাইফ সাপোর্টে কোনও রকমে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে। তাই তাঁর অনুমতি নেওয়া সম্ভব হয়নি।  তাই পরিবারের আবেদনে আদালতের শরণাপন্ন হতে হয়। আদালতের নির্দেশ   দেওয়ার পরেই দ্রুত প্রক্রিয়া শেষ করা হয়, কারণ যত দিন যাচ্ছে রোগীর শরীরিক অবস্থা তত অবনতি হচ্ছে । গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আদালত  শুক্রাণু গ্রহণের নির্দেশ দেয়।