HIV, জিকার চেয়েও নাকি ভয়ঙ্কর এই রোগ!

ওয়েব ডেস্ক : বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)

শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।

কীভাবে ছড়ায় HPV?

অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?

একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।

English Title: 
The desease which is even worst than HIV
News Source: 
Home Title: 

HIV, জিকার চেয়েও নাকি ভয়ঙ্কর এই রোগ!

HIV, জিকার চেয়েও নাকি ভয়ঙ্কর এই রোগ!
Yes
Is Blog?: 
No