সিগারেটের প্যাকেটের ৮৫% জায়গা জুড়ে এবার থেকে থাকবে স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ

সিগারেট ও অনান্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে এখন থেকে অন্তত ৮৫% জায়গা জুড়ে থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনই সতর্কীকরণ জারি করা হয়েছে।

Updated By: Oct 16, 2014, 11:44 AM IST
  সিগারেটের প্যাকেটের ৮৫% জায়গা জুড়ে এবার থেকে থাকবে স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ

ওয়েব ডেস্ক: সিগারেট ও অনান্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে এখন থেকে অন্তত ৮৫% জায়গা জুড়ে থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনই সতর্কীকরণ জারি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন সিগারেট, গুটখা এবং অনান্য তামাকজাত দ্রব্যের প্যাকেটের ৬০% জুড়ে থাকবে তামাকজাত পদার্থ থেকে হওয়া ভয়ানক টিউমার ও আলসারের ছবি। বাকি ২৫% অংশে থাকবে তামাকজাত দ্রব্য সেবনের বিধিসম্মত সতর্কীকরণ। আশা করা হচ্ছে এই ছবি ধূমপানের নেশা বহুলাংশে কমিয়ে আনবে।

২০১৫ সালের ১ এপ্রিলের মধ্যে সিগারেট ও অনান্য তামাক উৎপন্নকারী সংস্থাগুলিকে এই নির্দেশ পালন করতে হবে।

থাইল্যান্ড ব্যাতীত ভারতই এমন দেশ হতে চলেছে যেখানে সিগারেটের প্যাকেটের বেশিরভাগ অংশজুড়ে থাকবে তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকারক ফলাফল সম্পর্কে সতর্কীকরণ।

.