রাজ্যে ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। কিন্তু কমে গিয়েছে ভ্যাকসিনের জোগান।
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ইনিংসে রাজ্যে ১ দিনে আক্রান্ত প্রায় ৪৫০০। কলকাতায় আক্রান্ত হাজারেরও বেশি। রেকর্ড সংক্রমণ বাংলায়। মৃত্যু হেয়েছে ১০ জনের। পরিস্থিতি অনেকটা উদ্বেগজনক হয়ে উঠেছে। কোভিড বিধিনিষেধ কোনওভাবে মানা হচ্ছে না। মূলত, তার জন্যই পরিস্থিতি একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোট-মিটিং-মিছিলে ব্যস্ত বাংলায় আগামী দিনে ভয়ঙ্কর হতে চেলেছে।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানাচ্ছেন, সার্বিক ভাবে কোভিড পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছ। হাসপাতালের বেড ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। নতুন কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে। এম আর বাঙ্গুর, সিএনসিআই, আইডিতেও বেড বাড়ানো হচ্ছে। এছাড়া জেলা শহরেও জেলা হাসপাতাল গুলোকে নতুন করে কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে।
নতুন করে স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে কোভিড হাসপাতালে।
এরমধ্যে রাজ্যে ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। কিন্তু কমে গিয়েছে ভ্যাকসিনের জোগান। সেন্ট্রাল গর্ভমেন্টের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে।
BRN
(20 ov) 209/5
|
VS |
TAN
215/4(19.2 ov)
|
Tanzania beat Bahrain by 6 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |