জানেন কেন আমাদের মশা কামড়ায়?
মশা। আমাদের সবচেয়ে অপছন্দের একটা জীব। এই ছোট্ট একটা জীব মশাই কখনও কখনও আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। কিন্তু কেন মশা আমাদের কামড়ায় জানেন?
ওয়েব ডেস্ক: মশা। আমাদের সবচেয়ে অপছন্দের একটা জীব। এই ছোট্ট একটা জীব মশাই কখনও কখনও আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। কিন্তু কেন মশা আমাদের কামড়ায় জানেন?
আমরা হামেশাই দেখে থাকি আমাদের চারপাশে সারাক্ষণ মশা ঘুরে বেড়ায়। সারাক্ষণ কানের কাছে ভন ভন করে কাজ পণ্ড করে দেওয়ায় মশার কোনও তুলনাই নেই। কিন্তু একটা সাধারন ব্যাপার কি কখনও খেয়াল করেছেন। আমাদের অনেককে বেশি মশা কামড়ায় আবার অনেককে কম মশা কামড়ায়। এর পিছনে কী কারণ আছে বলে আপনাদের মনে হয়? এর আসল কারণটা কি জানেন?
মশার ঘ্রাণশক্তি খুবই প্রখর। ১০০ ফুটেরও বেশি দূরত্ব থেকে মশা আমাদের গন্ধ পায়। আমাদের শরীরের ঘ্রাণ অনুযায়ী মশা কামড়ায়। কী ধরণের গন্ধ মশাকে বেশি আকৃষ্ট করে তা ভিডিও দেখে জেনে নিন।