নিজস্ব প্রতিবেদন: করোনা সংংক্রমণ রুখতে দেশে খুব শীঘ্রই দেওয়া শুরু হবে Zydus Cadila-র ভ্যাকসিন Zycov-D। ওই ভ্যাকসিনটি দেওয়া হবে ১২-১৮ বছর বয়সীদের। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তৃণমূলের সাড়া না পেয়ে পদ্মেই Rajib? লোক মারফত পাঠালেন 'ঘরছাড়া'দের তালিকা   


ভ্যাকসিন সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে তাও আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। জানানো হয়ে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিতে প্রয়োজন, ১৮৬.৬ কোটি ডোজ। সরকার সোমবার থেকে যে নতুন নিয়ম চালু করেছে তাতে ১৮ বছর বয়সী সবাই ভ্যাকসিন পাবেন বিনামূল্যে।


প্রসঙ্গত, কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এ ইতিমধ্যেই শুরু হয়েছে   Zydus Cadila-র ভ্যাকসিন Zycov-D-র পরীক্ষামূলক প্রয়োগ। মোট ১০০ জনের উপরে ওই ভ্যাকসিনের ট্রায়াল হবে। দেওয়া হবে মোট ৩টি ডোজ।


আরও পড়ুন-সরকারি অনুমতি ছাড়া ভ্যাকসিন ক্যাম্প নয়, তৈরি হল SOP


উল্লেখ্য, দেশে মাথা তুলছে করোনার ডেল্টা প্লাস(Delta Plus) প্রজাতি। পাশাপাশি, তৃতীয় ঢেউয়ের সময় ক্রমশ কাছে আসছে। তবে সরকার যাই দাবি করুক না কেন,  এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম মানুষ। দেশের ৯৫ কোটি প্রাপ্ত বয়স্কদের মধ্যে ভ্যাকসিনের ২টি ডোজ পেয়েছেন মাত্র ৫.৬ শতাংশ। ফলে তৃতীয় ঢেউকে মানুষ কতটা আক্রান্ত হবেন তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)