ধোনির রসায়ন, নাকি অন্য কিছু
আবার আইপিএলের প্লে অফে উঠল চেন্নাই সুপার কিংস। এ যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা আইপিএলেই অন্তত সেমিফাইনাল অবধি উঠেছে ধোনির দল। পরপর তিনবার ফাইনালও খেলার অন্যন রেকর্ড গড়েছে। আইপিএল বিশ্বে ধোনির দল একেবার দৈত্য বলা চলে। এত ধারাবাহিকতা স্বপ্নেও ভাবা যায় না। আর এখানেই উঠছে বিতর্ক।
আবার আইপিএলের প্লে অফে উঠল চেন্নাই সুপার কিংস। এ যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা আইপিএলেই অন্তত সেমিফাইনাল অবধি উঠেছে ধোনির দল। পরপর তিনবার ফাইনালও খেলার অন্যন রেকর্ড গড়েছে। আইপিএল বিশ্বে ধোনির দল একেবার দৈত্য বলা চলে। এত ধারাবাহিকতা স্বপ্নেও ভাবা যায় না। আর এখানেই উঠছে বিতর্ক।
অধিনায়ক, ব্যাটসম্যান ধোনিই কি চেন্নাই সুপার কিংসের সাফল্যের প্রধান কারণ। নাকি অধিনায়ক ধোনি সফল কারণ তাঁর দলে দারুণ সব ক্রিকেটার আছেন বলে। আচ্ছা ধোনি যদি পুণে কিংবা নাইট দলের অধিনায়ক হতেন তাহলে কি একই দল নিয়ে এত সাফল্য আনতে পারতেন। আইপিএলের রান্নাঘরে ধোনি ভাল রাঁধুনি কারণ ভাল মশলা পাচ্ছেন, নাকি রাঁধুনি ধোনিই ভাল রান্নার আসল মশলা লিখুন আপনার মতামত।