হারের ধাক্কায় সরতে পারেন জয়বর্ধনে!
পরপর পাঁচটা ম্যাচ হেরে দিল্লি ডেয়ারডেভিলস এখন কোণঠাসা। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হঠাত্ একটা সুযোগ এসে গেছিল। কিন্তু সুপার ওভারে সামান্য ভুলের জন্য হারতে হয় মাহেলা জয়বর্ধনের দলকে।
পরপর পাঁচটা ম্যাচ হেরে দিল্লি ডেয়ারডেভিলস এখন কোণঠাসা। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হঠাত্ একটা সুযোগ এসে গেছিল। কিন্তু সুপার ওভারে সামান্য ভুলের জন্য হারতে হয় মাহেলা জয়বর্ধনের দলকে।
জল্পনা শুরু হয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে মাহেলা জয়বর্ধনকে। এখনও অবশ্য এই খবর জল্পনার পর্যায়েই রয়েছে। মঙ্গলবারে রাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর জয়বর্ধন বলেন, `আমরা জিততে ভুলে গেছি।`
গত মরসুমে দিল্লি দারুণ খেলেছিল। পিটারসেন সেবার জ্বলে ওঠেন। এবারের প্রতিযোগিতার শুরুতেই চোট পেয়ে ছিটকে যান পিটারসেন। সেওয়াগও চোটর জন্য কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। পরে ফিরে এলেও বীরুকে পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে না।