Attack on TMC Councillor: 'আমি হতাশ, এরপর রাজনীতিতে থাকব কিনা ভাবব'!

Attack on TMC Councillor: কসবায়  'আক্রান্ত' তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ! ভরসন্ধেয় বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে 'গুলি চালানোর চেষ্টা' করে দুষ্কৃতীরা। একজনকে আটক করেছে পুলিস। আর একজন পলাতক।

Updated By: Nov 15, 2024, 10:42 PM IST
Attack on TMC Councillor: 'আমি হতাশ, এরপর রাজনীতিতে থাকব কিনা ভাবব'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: কসবায় 'আক্রান্ত' তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বললেন, 'আমি হতাশ, আমি শকড। দলের কেউ এখনও যোগাযোগ করেনি। এরপর রাজনীতি তে থাকব কিনা ভাবব'। 

আরও পড়ুন:  TMC Councillor: খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে 'গুলি চালানোর চেষ্টা'!

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।  তিনি বলেন,' আজকে যে ঘটনা ঘটেছে, আমার পক্ষে খুব হতাশাজনক।  আমি এই ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম। ১২ বছর কাউন্সিলার ছিলাম। আমার নিজের ওয়ার্ডে, নিজের পাড়া, নিজের বাড়ির তলায় এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, আমি ভারতে পারছি না। আমি খুব আঘাত পেয়েছি। যতটা না আতঙ্ক, তার চেয়ে বেশি আঘাত পেয়েছি। আমি চাইব, কলকাতা যে মূল অভিযুক্ত, তাকে আমরা ধরে দিয়েছি, আগ্নেয়াস্ত্র-সহ। এতো আসলে মহোরা, আসল যে লোক তাকে নিশ্চিতভাবে ধরা যাবে'।

এবার কিন্তু প্রথম নয়। হামলা হামলা হয়েছিল আর আগেও। সুশান্ত বলেন, 'আগের গুলি গায়ে মাখিনি। কিন্তু এটা আমাকে ব্যাথিত করেছে। আমার পরিবারও খুবই আতঙ্কিত'।

ঘটনাটি ঠিক কী? আজ, শুক্রবার সন্ধেয় কসবায় নিজের বাড়ির কাছে বসেছিলেন সুশান্ত। অভিযোগ, বাইকে করে সেখানে হাজির হয় ২ জন। তাদের মধ্যেই ১ জন বাইক থেকে নেমে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে বন্দুকের ট্রিগার চেপে দেয়। কিন্তু কোনও কারণে গুলি বেরোয়নি। এরপর ধাওয়া করে একজনকে ধরে ফেলেন কাউন্সিলরের অনুগামী। ওই যুবককে আটক করেছে পুলিস। আর একজন পলাতক।

কাউন্সিলের বাড়ির সামনে লাগানো ছিল সিসি ক্য়ামেরা। তাতেই ধরা পড়েছে ঘটনাটি। দেখা যাচ্ছে, অভিযুক্ত তখন গুলি চালানোর চেষ্টা করছেন। বিপদ বুঝে প্রথম লাথি চালান কাউন্সিলর। তারপর তাঁকে ধরতে ছুটে যান নিজেই। সঙ্গে অনুগামীরাও। তবে  দু’জনের মাথাতেই হেলমেট থাকায় সিসিঠিভি ফুটেজে কারও মুখের ছবিই ধরা পড়েনি। 

আরও পড়ুন:  Kolkata Book Fair 2025: এই বছর কি থাকবে বাংলাদেশের স্টল ? কবে কলকাতা বইমেলার উদ্বোধন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.