ধোনিগড়ে আজ নাইটদের গেইল `ভূতে` ভয়

মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে রবিবার আইপিএলের অভিষেক। এই ম্যাচে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স। বেঙ্গালুরুতে রয়্যালের কাছে হেরেছিলেন গৌতম গম্ভীররা। সেই হারের বদলা নিতে মরিয়া। পাশাপাশি প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে গেলে বাকী সব ম্যাচ জিততে হবে কেকেআরকে। তাই প্রবল চাপ নিয়ে এই ম্যাচে খেলতে নামছে নাইটরা।

Updated By: May 11, 2013, 06:18 PM IST

মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে রবিবার আইপিএলের অভিষেক। এই ম্যাচে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স। বেঙ্গালুরুতে রয়্যালের কাছে হেরেছিলেন গৌতম গম্ভীররা। সেই হারের বদলা নিতে মরিয়া। পাশাপাশি প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে গেলে বাকী সব ম্যাচ জিততে হবে কেকেআরকে। তাই প্রবল চাপ নিয়ে এই ম্যাচে খেলতে নামছে নাইটরা।
ক্রিস গেইল ঝড়ের সঙ্গে নিজের দলের বোলিং লাইনআপ নিয়েও চিন্তায় গৌতম গম্ভীর। বেঙ্গালুরুতে গেইল ঝড়ই উড়িয়ে দিয়েছিল নাইট রাইডার্সকে।
শুধুমাত্র নারিনের উপর ভর করে ম্যাচ জেতা যায় না তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নাইট অধিনায়ক। সঙ্গে গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ। একমাত্র গৌতম গম্ভীর ছাড়া এবারের আইপিএলে তেমন ফর্মে নেই কোনও ব্যাটসম্যান। জ্যাক কালিস, ইউসুফ পাঠানরা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন। ফলে ম্যাচ জিততে তাঁকেই যে ব্যাটিংয়ের হাল ধরতে হবে তা ভালই বুঝে গেছেন গৌতম গম্ভীর।
ম্যাচ শুরু
 

Tags:
.