ধোনি মানে কী?

প্রতিদিন কতই না নতুন শব্দ বন্ধন তৈরি হয় এই পৃথিবীতে। কোনও ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি বহু কারণের আঁতুড় ঘর থেকে জন্ম নেয় নতুন শব্দ বন্ধন। কেউ কেউ জন্ম নেয় চিরতরে টিকে থাকার জন্য। যার আড়ালে মুখ লুকায় আসল পরিচয়। কেউ বা হঠাৎ আলোয় এসে হারিয়ে যায়। এই ধরুন না যেমন আইপিএল সিক্সে। গেইলর অবিশ্বাস্য ১৭৫ ইনিংসের পর থেকেই গেইল আর শুধু একা উচ্চারিত হন না। এখন তাঁর নাম বদলে `গেইল ঝড়` হয়ে গেছে আমজনতার কাছে।

Updated By: Apr 26, 2013, 12:27 PM IST

প্রতিদিন কতই না নতুন শব্দ বন্ধন তৈরি হয় এই পৃথিবীতে। কোনও ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি বহু কারণের আঁতুড় ঘর থেকে জন্ম নেয় নতুন শব্দ বন্ধন। কেউ কেউ জন্ম নেয় চিরতরে টিকে থাকার জন্য। যার আড়ালে মুখ লুকায় আসল পরিচয়। কেউ বা হঠাৎ আলোয় এসে হারিয়ে যায়। এই ধরুন না যেমন আইপিএল সিক্সে। গেইলর অবিশ্বাস্য ১৭৫ ইনিংসের পর থেকেই গেইল আর শুধু একা উচ্চারিত হন না। এখন তাঁর নাম বদলে `গেইল ঝড়` হয়ে গেছে আমজনতার কাছে। আমাদের মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। ক্যাপ্টেন কুলের তকমাতো কবেই তাঁর নামের সমার্থক হয়ে গেছে। আর নতুন কোন শব্দ বন্ধনে ব্যাখা করতে চান ধোনিকে? ধোনি মানে ধোলাই! ধোনি মানে বড় ধাক্কা না ধামাল, না...। থাক, আপনিই জানান আপনার মত ধোনির সংজ্ঞা কী হতে পারে।

.