জিয়াউলের ১৪ দিনের NIA হেফাজত
বর্ধমান বিস্ফোরণের তদন্তে জঙ্গি প্রশিক্ষক জিয়াউল হককে চোদ্দই নভেম্বর পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। আদালতে NIA আইনজীবী বলেন, জামাত-উল-মুজাহিদিন সদস্য জিয়াউল বর্ধমান মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত। বর্ধমান বিস্ফোরণের আগে ও পরে ইউসুফ সহ একাধিক অভিযুক্ত জঙ্গি নেতার সঙ্গে জিয়াউলের ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে।
কলকাতা: বর্ধমান বিস্ফোরণের তদন্তে জঙ্গি প্রশিক্ষক জিয়াউল হককে চোদ্দই নভেম্বর পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। আদালতে NIA আইনজীবী বলেন, জামাত-উল-মুজাহিদিন সদস্য জিয়াউল বর্ধমান মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত। বর্ধমান বিস্ফোরণের আগে ও পরে ইউসুফ সহ একাধিক অভিযুক্ত জঙ্গি নেতার সঙ্গে জিয়াউলের ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে।
জিয়াউল শিমুলিয়া ও মুকিমনগর মাদ্রাসায় নিয়মিত জেহাদি পাঠ দিত বলে দাবি NIA-র আইনজীবীর। শুধু তাই নয়, কালিয়াচকের যে স্কুলে জিয়াউল শিক্ষকতা করত, সেখানেও, শনি-রবিবার ও ছুটির দিন ছাত্রদের জেহাদি পাঠ দেওয়া হত। স্কুল চলাকালীনও দরজা বন্ধ করে চলত মগজধোলাই।