বেড়েই চলেছে করোনা আক্রান্ত, কলকাতা আরও ২টি স্টেডিয়াম এবার সেফ হোম

যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম।

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 16, 2020, 05:11 PM IST
বেড়েই চলেছে করোনা আক্রান্ত, কলকাতা আরও ২টি স্টেডিয়াম এবার সেফ হোম
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : কলকাতায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কলকাতায় সেফ হোমের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 

নবান্ন সূত্রে খবর, কলকাতায় আরও ২টি স্টেডিয়ামকে সেফ হোম করছে রাজ্য সরকার। কলকাতায় প্রতিদিনই চারশো বা পাঁচশো জনেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। হাসপাতালে রোজই বাড়ছে রোগীর সংখ্যা। ফলে উপসর্গহীন বা মৃদু উপসর্গ আছে, এমন রোগীদের সেফ হোমে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এবার যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৈরি হচ্ছে এই সেফ হোম। কিশোর বাহিনীর জন্য পূর্ত দফতরকে ও গীতাঞ্জলি স্টেডিয়ামকে সেফ হোম হিসেবে তৈরি করার জন্য KMDA-কে দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই ইডেন গার্ডেনের একটা অংশে কলকাতা পুলিসের করোনায় আক্রান্তদের জন্য কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। পরবর্তী কালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উল্লেখ্য, কলকাতায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৭৫ জন।

আরও পড়ুন, 'প্রায় ২ লাখ টাকার বিদ্যুৎ বিল, লকডাউনের সুযোগে জল মেশাচ্ছে CESC!'

.