পুড়ে ছাই খিদিরপুর ফাইভ স্টার মার্কেটের দুটি দোকান

খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের পাশে অগ্নিকাণ্ড। ফাইভ স্টার মার্কেটে পাঁচ তলা ও ছ'তলার দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় দমকলের বারোটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। গোডাউনে মজুত ছিল জামাকাপড়। পাশাপাশি দোকানগুলিতে বহু বৈদ্যুতিন সামগ্রীও মজুত রাখা ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সকাল ছটা দশ নাগাদ আগুন লাগে বলে খবর। প্রচন্ড ধোঁয়ায় প্রথমে ভিতরে ঢুকতেই সমস্যায় পড়ে দমকল বাহিনী। গোডাউন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভাতে আনা হয় হাইড্রলিক ল্যাডারও। বহুতলটির কোনও ফায়ার লাইসেন্স ছিল না বলে দমকল সূত্রে খবর। (আরও পড়ুন- আগুন লাগার দেড়ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছল দমকল, বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্থরা)

Updated By: May 24, 2017, 10:09 AM IST
পুড়ে ছাই খিদিরপুর ফাইভ স্টার মার্কেটের দুটি দোকান

ওয়েব ডেস্ক: খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের পাশে অগ্নিকাণ্ড। ফাইভ স্টার মার্কেটে পাঁচ তলা ও ছ'তলার দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় দমকলের বারোটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। গোডাউনে মজুত ছিল জামাকাপড়। পাশাপাশি দোকানগুলিতে বহু বৈদ্যুতিন সামগ্রীও মজুত রাখা ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সকাল ছটা দশ নাগাদ আগুন লাগে বলে খবর। প্রচন্ড ধোঁয়ায় প্রথমে ভিতরে ঢুকতেই সমস্যায় পড়ে দমকল বাহিনী। গোডাউন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভাতে আনা হয় হাইড্রলিক ল্যাডারও। বহুতলটির কোনও ফায়ার লাইসেন্স ছিল না বলে দমকল সূত্রে খবর। (আরও পড়ুন- আগুন লাগার দেড়ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছল দমকল, বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্থরা)

.