Mamata Banerjee: 'মানুষের সঙ্গে বিজেপির লড়াই হবে', ধরনা মঞ্চ থেকে চব্বিশের জোট বার্তা মমতার

'যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তারা সংবিধান শেখাচ্ছে। দরকারে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব'।

Updated By: Mar 29, 2023, 08:57 PM IST
Mamata Banerjee:  'মানুষের সঙ্গে বিজেপির লড়াই হবে', ধরনা মঞ্চ থেকে চব্বিশের জোট বার্তা মমতার

সুতপা সেন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধরনায় বসেছেন।  'চব্বিশে লোকসভা ভোটে সাধারণ মানুষের সঙ্গে বিজেপির লড়াই হবে', বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে হুঁশিয়ারি, 'যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তারা সংবিধান শেখাচ্ছে। দরকারে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব'।

অনশন কর্মসূচি আপাতত। বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের ধরনা কিন্তু এখনও চলছে ধর্মতলা। শুধু তাই নয়, হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: Abhishek Banerjee: ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে অভিষেক

চুপ করে বসে নেই রাজ্য সরকারও। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধরনায় বসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা মঞ্চ থেকে মমতা বলেন,  'ডিএ আন্দোলনের মঞ্চে  চোর, ডাকাতরা বসে। যারা চিরকুটে চাকরি পেয়েছে, তারাই বসে। কীভাবে কোন এজেন্সির মাধ্যমে কত নিয়োগ? ব্রাত্য বসু বলব তদন্ত করতে। কারা চিরকুটে চাকরি পেয়েছে, সব তদন্ত হোক। মালদহ, মুর্শিদাবাদে কত চাকরি বের করতে হবে'।

এদিকে দুর্নীতি ইস্যুতে যখন রাজ্যে তোলপাড় চলছে, তখন মুখ্যমন্ত্রী কেন ধরনা বসছেন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলেন,  'বলছে আমি নাকি ধরনায় বসতে পারি না। আমি এর আগেও ধরনায় বসেছি। মু্খ্যমন্ত্রী  হিসেবে জয়ললিতাও ধরনায় বসেছিলেন। আবার ধরনায় বসব। দেখি কে কি করতে পারে'? ধর্মতলায় সমাবেশের পর, এদিন মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যান অভিষেকও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.