পুলিসের হুঁশ ফিরিয়ে ট্যাক্সি রহস্যের জট খুলল ২৪ ঘণ্টা

Updated By: Aug 25, 2015, 06:32 PM IST
পুলিসের হুঁশ ফিরিয়ে ট্যাক্সি রহস্যের জট খুলল ২৪ ঘণ্টা

বলিহারি পুলিস। বলিহারি দুই থানার দুই থানার সমন্বয়। পাটুলির ঢালাই ব্রিজ মোড়ে সকাল থেকে একটি পরিত্যক্ত ট্যাক্সিকে ঘিরে রহস্য ছড়ায়। যে এলাকায় ট্যাক্সিটি দাঁড়িয়ে ছিল তা সোনারপুর থানার অধীনে। চালকের হদিশ পেতে প্রথমে ট্যাক্সির দরজা ভেঙে প্রিন্টার মেশিন থেকে চালকের মোবাইল নম্বর পায় পুলিস। রিং করতেই দেখা যায় মোবাইল রয়েছে ডিকির ভিতরেই। এরপর ডিকি ভেঙে মোবাইল উদ্ধার করে পুলিস। তাতে রহস্য আরও বাড়ে।

ফাঁকা ট্যাক্সি দাঁড় করিয়ে চালক গেলেন কোথায়?  তবে কি চালককে খুন করা হয়েছে? নাকি জঙ্গি নাশকতার ছক? অন্যদিকে ভোরে যেখানে ট্যাক্সির হদিশ মেলে, তার কিছুদূরেই এক মদ্যপ ব্যক্তিকে উদ্ধার  করেন পাটুলি থানার সাব ইন্সপেক্টর। জরিমানা করে ছেড়ে দেওয়া হয় পাপ্পুকে। পুলিসের হাত থেকে ছাড়া পেয়ে ট্যাক্সির কথা ভুলে বাড়ি চলে যায় পাপ্পু। চব্বিশঘণ্টায় খবর সম্প্রচার হতেই হুশ ফেরে সোনারপুর থানার।  কারণ পরিত্যক্ত ট্যাক্সি চালকের খোঁজ করছিল সোনারপুর থানা। এই খবর দেখেই দুয়ে দুয়ে চার করে ফেলেন তারা। দুটি থানায় সমন্বয় হতে পেরিয়ে যায় সাতটি ঘণ্টা।

.