জাল ওয়েবসাইটের মাধ্যমে চাকরির প্রতারণা, গ্রেফতার ৩

Updated By: Dec 17, 2014, 10:56 AM IST
জাল ওয়েবসাইটের মাধ্যমে চাকরির প্রতারণা, গ্রেফতার ৩

জাল ওয়েবসাইটের মাধ্যমে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিস। গত ১৩ নভেম্বর এসএসসি সচিবের তরফে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয় এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট জাল করা হয়েছে। এরপরই তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানা ও বিধাননগর গোয়েন্দা পুলিস।

গত ১৩ ডিসেম্বর পুলিসের জালে ধরা পড়ে জাল ওয়েবসাইটের তিন মূল পাণ্ডা। ধৃতদের জেরা করে জানা যায়, শুধুমাত্র এসএসসিই নয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি এডুকেশন বোর্ড সহ মোট ৭টি জাল ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমেই চলত কোটি টাকার প্রতারণার কারবার। ধৃতদের মধ্যে দুজনের পুলিসি হেফাজত ও একজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

.