WB By-Poll: ৩ কেন্দ্রের জন্য ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার আসছে আরও ৩৭ কোম্পানি

ভোটগণনার দিনে মোতায়েন থাকবে ৩ কোম্পানি। 

Updated By: Sep 16, 2021, 11:17 PM IST
WB By-Poll: ৩ কেন্দ্রের জন্য ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার আসছে আরও ৩৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম ভবানীপুর। প্রচার চলছে জোরকদমে। একইদিনে আবার সাধারণ নির্বাচন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগেই মোতায়েন করা হয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে আসছে আরও ৩৭ কোম্পানি। 

একুশের বিধানসভা ভোটে গুলি চলেছিল কোচবিহারের শীতলকুচিতে। জোড়া পাটকি এলাকায় ১২৬ নম্বর বুথের বাইকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪ জন। ভোটে ফল প্রকাশের পর চার মাস কেটে গিয়েছে। রাজ্য সরকারের 'বিশেষ অনুরোধে' স্রেফ ভবানীপুর কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। সেদিন আবার সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। সংযুক্ত মোর্চার প্রার্থীদের মৃত্যুতে ভোট স্থগিত হয়ে গিয়েছিল ওই দুটি কেন্দ্রে। অশান্তি এড়াতেই কি এবার বাড়তি সতর্কতা? 

৩ কেন্দ্রে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস
-------------- 
সিআরপিএফ : ১৯ কোম্পানি
বিএসএফ : ১৫ কোম্পানি
সিআইসিএফ : ৫ কোম্পানি
আইটিবিপি : ৫  কোম্পানি
এসএসবি : ৮ কোম্পানি

কমিশন সূ্ত্রে খবর, ৩০ তারিখ ভোট মিটলে ফিরে যাবে ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনার দিন পর্যন্ত থাকবে বাকি ৩ কোম্পানি। ভবানীপুর বিধানসভা এলাকায় ইতিমধ্যেই রুটমার্চ শুরু করে দিয়েছেন  জওয়ানরা। 

.