৬ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারত, কাঁপল দিল্লি, চেন্নাইও

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারত। কম্পন অনুভূত হয়েছে চেন্নাইতেও। বুধবার রাত ৯টা বেজে ৫১ মিনিটে কেঁপে ওঠে কলকাতা, ভূবনেশ্বর, রাঁচি, গয়া, চেন্নাই। কম্পন অনভূত হয় দিল্লিতেও।

Updated By: May 21, 2014, 10:55 PM IST

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারত। কম্পন অনুভূত হয়েছে চেন্নাইতেও। বুধবার রাত ৯টা বেজে ৫১ মিনিটে কেঁপে ওঠে কলকাতা, ভূবনেশ্বর, রাঁচি, গয়া, চেন্নাই। কম্পন অনভূত হয় দিল্লিতেও।

প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। বঙ্গোপসাগরের থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওড়িশার পারাদ্বীপের কাছে ভূমিকম্পের উতসস্থল বলে জানা গিয়েছে। এ রাজ্যের কলকাতা, মুর্শিদাবাদ, দুই মেদিনিপুর, পুরুলিয়া, বর্ধমান ও বাঁকুড়ায় অনুভূত হয়েছে কম্পন।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

.