কলকাতায় উদ্বোধন হল পঞ্চম বিশেষ সিবিআই আদালত

আজ কলকাতায় উদ্বোধন হল রাজ্যের পঞ্চম বিশেষ সিবিআই আদালতের। আলিপুর পুলিস কোর্টে এই নতুন আদালতের উদ্বোধন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়।

Updated By: Dec 21, 2011, 05:15 PM IST

আজ কলকাতায় উদ্বোধন হল রাজ্যের পঞ্চম বিশেষ সিবিআই আদালতের। আলিপুর পুলিস কোর্টে এই নতুন আদালতের উদ্বোধন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কলকাতা ও দুই চব্বিশ পরগনা মিলিয়ে সিবিআই সংক্রান্ত তিনশোটি মামলা ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে আগামিকাল থেকেই কাজ শুরু করবে নতুন সিবিআই আদালত। বিচারপতির অভাবে রাজ্যে মামলা দীর্ঘায়িত হওয়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন আইনমন্ত্রী মলয় ঘটক। তবে, আদালতগুলিতে কর্মীর অভাবের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। রাজ্যে মোট ছটি সিবিআই আদালত তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্কশাল কোর্টে আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল তিনটি সিবিআই আদালত। আগামী মাসে শিলিগুড়িতে আরও একটি সিবিআই আদালতের উদ্বোধন হবে।

.