Durgapur Bridge: নিউ আলিপুরের দুর্গাপুরে ব্রিজে বন্ধ ভারী পণ্যবাহী যান, ট্রাক, এমনকী বাস চলাচল! কেন?

Durgapur Bridge: 'বাইরে থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। কিছু প্লাস্টার ঘসে পড়ে গিয়েছে। সেটার কাজ হচ্ছে। আমাদের যন্ত্র দিয়ে দেখতে হবে ভিতরে কোনও লোহা বেঁকে গিয়েছে কিনা, হিটের জন্য কোনও ক্ষতি হয়েছে কিনা'। 

Updated By: Dec 24, 2024, 04:54 PM IST
Durgapur Bridge: নিউ আলিপুরের দুর্গাপুরে ব্রিজে বন্ধ ভারী পণ্যবাহী যান, ট্রাক, এমনকী বাস চলাচল! কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসল অস্থায়ী হাইট বার। নিউ আলিপুরের দুর্গাপুর সেতুতে বন্ধ হয়ে গেল ভারী পণ্যবাহী যান, ট্রাক, এমনকী বাস চলাচল! আপাতত এই সেতুতে চলবে ২ ও ৪ চাকার ছোট গাড়ি। বেঁধে দেওয়া হল গাড়ির সর্বোচ্চ গতিও। কেন? সেতুর কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবে KMDA। পরীক্ষার  পর পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা।

আরও পড়ুন:  SSC Scam| Partha Chattarjee: বছর শেষেও খুলল না জট, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর জামিন খারিজ

ঘটনাটি ঠিক কী?  শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজে নিচে বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তে যা ভয়ংকর রূপ নেয়। পুড়ে যায় একে পর এক ঝুপড়ি। স্রেফ দমকলকর্মীরাই নন, আগুন নেভাতে নামাতে হয় সেনাও। KMDA-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, 'দুর্গাপুর ব্রিজে নিচে যে আগুনটা লেগেছিল,তাতে একটা বড় হিট হয়েছিল। পরের দিনই আমাদের হেলথ অডিট হল। বাইরে থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। কিছু প্লাস্টার ঘসে পড়ে গিয়েছে। সেটার কাজ হচ্ছে। আমাদের যন্ত্র দিয়ে দেখতে হবে ভিতরে কোনও লোহা বেঁকে গিয়েছে কিনা, হিটের জন্য কোনও ক্ষতি হয়েছে কিনা। আমরা ব্যারিকেড করে দিয়েছি যাতে ভারী গাড়ি দুর্গাপুর ব্রিজ দিয়ে না যায়'।

আরও পড়ুন:  Bangladesh| Rice: চাল কেনার মতো টাকাই নেই বাংলাদেশের হাতে, চাঞ্চল্যকর দাবি রাজ্য রাইস মিল সংগঠনের

এদিকে একের পর এক দুর্ঘটনা ঘটছে মা উড়ালপুলে। রাত ১০ থেকে সকাল ৬টা নয়, মা উড়ালপুরে এবার সকাল ৭টা পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করল লালবাজার। বস্তুত, এই নিয়ম চালুর সময়সীমা ১ ঘণ্টা এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে ট্রাফিক পুলিসের। সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেই রাত ৯ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত টু হুইলার নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.