Bike Accident: রাতের শহরে বেপরোয়া জয় রাইড, সল্টলেকে মৃত পার্ক সার্কাসের যুবক
বাইপাসের দিক থেকে উইপ্রো মোড়ের দিকে আসার সময়ে নিয়ন্ত্রন হারায় বাইকটি
![Bike Accident: রাতের শহরে বেপরোয়া জয় রাইড, সল্টলেকে মৃত পার্ক সার্কাসের যুবক Bike Accident: রাতের শহরে বেপরোয়া জয় রাইড, সল্টলেকে মৃত পার্ক সার্কাসের যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/09/360853-bike-accident.jpg)
নিজস্ব প্রতিবেদন: রবিবার সকালে সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভে বাইক দুর্ঘটনা। নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজে ধাক্কা মারে বাইকটি। মৃত্যু হয়েছে পার্ক সার্কাসের ওই বাইক চালকের।
পার্ক সার্কাসের বাসিন্দা নেহাল আহমেদের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তার বয়স ২৫। জানা গেছে একটি বাইক নিয়ে বেপরোয়াভাবে সেক্টর ফাইভ অঞ্চলে ঘুরছিল ওই যুবক।
আরও পড়ুন: Anandapur Murder: উদ্ধার অটো চালকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের
আরও পড়ুন: Covid 19: শিয়রে অতিমারি! শহরের সরকারি হাসপাতালের ৬০০-র বেশি নার্স করোনা আক্রান্ত
বাইপাসের দিক থেকে উইপ্রো মোড়ের দিকে আসার সময়ে বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের গার্ডরেলে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পরে যায় ওই যুবক। এরপরেই রাতের ডিউটিতে থাকা পুলিসকর্মীরা তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। বাইকটিকে ইতিমধ্যেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিস আটক করেছে।