টালা ব্রিজ ভাঙার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নতুন সেতু নির্মাণে ডাকা হল ই-টেন্ডার

নতুন টালা ব্রিজ নির্মাণের জন্য ডাকা হল ই-টেন্ডার। ব্রিজ তৈরি করতে মাটি পরীক্ষার রিপোর্ট ১৪ দিনের মধ্যে নবান্নে দিতে হবে। 

Updated By: Oct 17, 2019, 04:21 PM IST
টালা ব্রিজ ভাঙার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নতুন সেতু নির্মাণে ডাকা হল ই-টেন্ডার

নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ ভেঙে ফেলা হবে কিনা, তা নিয়ে এখন সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তার আগেই নতুন টালা ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার জন্য ১১ লক্ষ ৩৬ হাজার টাকার ই-টেন্ডার ডাকা হল।

সব কাজই প্রায় শেষ, টালার নতুন সেতু  নির্মাণ এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন করে টালা ব্রিজ তৈরি করতে মাটি পরীক্ষার রিপোর্ট ১৪ দিনের মধ্যে নবান্নে দিতে হবে। আজ এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ত দফতর। 

আরও পড়ুন: নিমতায় যুবক 'খুনে' পুলিস কেন FIR নেয়নি, তদন্ত হবে, জানালেন ক্ষুব্ধ সিপি মনোজ ভার্মা

যদিও গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ব্রিজ ভাঙা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। পুজোর আগে টালাব্রিজ পরীক্ষা করে বিশেষজ্ঞ সংস্থা রাইটস। জানিয়ে দেওয়া হয় দুর্বল হয়ে যাওয়ায় ব্রিজের ভারবহন ক্ষমতা কমে গিয়েছে। বড় গাড়ি চালানো বন্ধ করার প্রস্তাব ও দেয় তারা। পরবর্তী সময়ে দ্বিতীয় বিশেষজ্ঞ সংস্থার পরামর্শও নেওয়া হয়। সেতু বিশেষজ্ঞ ভিকে রায়নার নেতৃত্বে পরীক্ষা করা হয় সেতুটি। ফের একই মত দেয় ওই সংস্থাও।

Tags:
.