দেবব্রত ঘোষ:  অবশেষে স্বামীকে খুঁজে পেলেন রাজ্যের মহিলা পুলিস আধিকারিক শান্তি দাস। ফেসবুকে পোস্ট দিয়ে সেকথা জানিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে লিখেছেন, 'বন্ধুর সঙ্গে ও  নিরাপদেই আছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Primary Education|semester: ক্লাস ওয়ান থেকেই সেমিস্টার! বদল সিলেবাসেও, প্রাথমিকে বড় সিদ্ধান্ত...


আইপিএস শান্তি দাস। রাজ্যের পুলিস মহলে পরিচিত নাম। একসময়ে রাজ্য মানবাধিকার কমিশনে অতিরিক্ত পুলিস কমিশনার (Additional Superintendent of Police)পদে কর্মরত ছিলেন তিনি। দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। এখন রাজভবনের নিরাপত্তার দায়িত্বে। সেই শান্তির স্বামীই নিখোঁজ! ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল প্রশাসনিক মহলে। উঠছিল নানা প্রশ্ন।


স্বামীর নাম, দীপাঞ্জন বসাক। আজ, শুক্রবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে ওই মহিলা পুলিস আধিকারিক জানিয়েছিলেন, 'আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের'।


সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাওড়া যাচ্ছি বলে নরেন্দ্রপুরের বাড়ি থেকে বেরোন দীপাঞ্জন।  হাওড়ায় দিয়ে একবার ফোনও করেছিলেন তিনি। ওই মহিলা পুলিস আধিকারিক জানিয়েছিলেন, তারপর থেকে স্বামীর আর যোগায়োগ করা যাচ্ছে না। থানায় নিখোঁজের ডায়েরিও করেন শান্তি। এরপর দুপুরে ফেসবুকে তিনি লেখেন, 'দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সমস্ত বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে ও নিরাপদে আছে'।


দীপাঞ্জন অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কেন বাড়ি থেকে বেরিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? তা অবশ্য় জানা যায়নি। শান্তি জানিয়েছেন, আমার সঙ্গে এখনও কথা হয়নি। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ হয়েছে।  কলকাতা সাউথ সিটি মলের কাছে ওর খোঁজ পাওয়া গিয়েছে। এক বন্ধুর সঙ্গে নিরাপদে আছে।


আরও পড়ুন:  Weather Update: দক্ষিণবঙ্গে উধাও শীত! সপ্তাহান্তে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস..



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)