Primary Education|semester: ক্লাস ওয়ান থেকেই সেমিস্টার! বদল সিলেবাসেও, প্রাথমিকে বড় সিদ্ধান্ত...

Primary Education|semester:  ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্য়ের সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। জানুয়ারি থেকে জুলাই প্রথম সেমিস্টার, আর জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রতি ক্লাসে পরীক্ষা হবে বছরে দু'বার'।

Updated By: Dec 27, 2024, 06:45 PM IST
Primary Education|semester: ক্লাস ওয়ান থেকেই সেমিস্টার! বদল সিলেবাসেও, প্রাথমিকে বড় সিদ্ধান্ত...

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: জল্পনা চলছিলই। রাজ্যের প্রাথমিক শিক্ষায় এবার বড়সড় রদবদল! 'আগামী বছর থেকে চালু হচ্ছে ক্রেডিট ভিত্তিক সেমিস্টার সিস্টেম', জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। বললেন, 'এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী'।

আরও পড়ুন:  TMC: কেমন ছিল মমতার জীবন-আন্দোলন? রাজ্যজুড়ে এবার তৃণমূলকর্মীদের 'দীক্ষা'....

বছরে এক নয়, পরীক্ষা হবে দু'বার। পর্ষদ সভাপতি জানিয়েছেন, '২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্য়ের সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। জানুয়ারি থেকে জুলাই প্রথম সেমিস্টার, আর জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রতি ক্লাসে পরীক্ষা হবে বছরে দু'বার'।

পর্ষদ সভাপতির কথায়, 'এনসিইআরটি (National Council of Educational Research and Training (NCERT) সিলেবাসের রূপরেখা তৈরি করে। গোটা দেশেই এই ক্রেডিট ভিত্তিক সেমিস্টার চালু করতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত বিষয়ে প্রশ্ন তৈরি করবে পর্ষদ। হোমওয়ার্ক করলে আনলে পরীক্ষার পাওয়া নম্বরের সঙ্গে ক্রেডিটও পাবে পডুয়ারা'। আপাতত পুরনো সিলেবাসে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন সিলেবাসও।

এদিকে একাদশ শ্রেণি থেকে সেমিস্টার পদ্ধতি চালুর সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে শিক্ষা দফতর। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

মাধ্যমিক স্তরে বোর্ডের পরীক্ষা নয়, সেমিস্টার। তেমনই বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। কিন্তু সেই প্রস্তাবে সায় নেই রাজ্য সরকার। রাজ্যের নয়া শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগের মতোই দশম শ্রেণিতে মাধ্যমিক পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পঠনপাঠনে অবশ্য আপত্তি নেই উচ্চ শিক্ষা সংসদের। প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশভবনে।

আরও পড়ুন:  TMC: এবার নিশানায় পুরসভার চেয়ারম্যান? অভিষেকের নামে 'প্রতারণা', গ্রেফতার ৩..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.