Weather Update: দক্ষিণবঙ্গে উধাও শীত! সপ্তাহান্তে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস...

Bengal Weather: শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল শনি ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়। 

Updated By: Dec 27, 2024, 06:51 PM IST
Weather Update: দক্ষিণবঙ্গে উধাও শীত! সপ্তাহান্তে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস...

সন্দীপ প্রামাণিক: দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার রবিবার পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। 

আরও পড়ুন- Saheb Chatterjee: গুরুতর অসুস্থ সাহেব চট্টোপাধ্যায়! ভর্তি হাসপাতালে, কী হয়েছে গায়ক-অভিনেতার?

শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল শনি ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতে। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 

শনি ও রবিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতে ও হালকা বৃষ্টির পূর্বাভাস। 

আরও পড়ুন- Immigrant Issue: আপনি কি অনুপ্রবেশকারী? নাগরিকত্ব পেতে আবেদন করুন এই তারিখের মধ্যে...

উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক এর কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশ এর কারনে দিনের তাপমাত্রা কমবে কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু এক জেলায়। সোমবার থেকে আবার পারা পতনের সম্ভাবনা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.