KMC Election 2021: বোমার আঘাতে জখম ভোটার, অশান্তি রুখতে মোতায়েন বাহিনী
সকাল থেকেই বার বার উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহর টাকি বয়েজ স্কুলের বুথ
![KMC Election 2021: বোমার আঘাতে জখম ভোটার, অশান্তি রুখতে মোতায়েন বাহিনী KMC Election 2021: বোমার আঘাতে জখম ভোটার, অশান্তি রুখতে মোতায়েন বাহিনী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/19/358345-taki-bombing.jpg)
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই কলকাতা পুরসভা নির্বাচনে বিভিন্ন বুথে অশান্তির অভিযোগ উঠেছে। শাসকদলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আবার বিজেপির মিনা দেবী পুরোহিত অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে।
সকাল থেকেই বার বার উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহর টাকি বয়েজ স্কুলের বুথ। বুথের ১০০ মিটারের মধ্যেই তিন থেকে চারটি বোমা পড়ার অভিযোগ উঠেছে। বোমাবাজিতে জখম হয়েছেন দুজন। এরমধ্যে একজন সাধারন ভোটার। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। এলাকায় বিপুল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল অভিযোগ তুলেছে কংগ্রেসের দিকে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডেও বোমাবাজির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: KMC Election 2021: ভোট শুরুর ৪ ঘণ্টার মধ্যেই ৪ ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি, পথ অবরোধ সিপিএমের
এছাড়াও দুই প্রার্থীর মধ্যে হাতাহাতিকে ঘিরে উত্তপ্ত বড়বাজারের ৪৫ নম্বর ওয়ার্ড। ঘটনায় জড়িয়ে পড়েন কংগ্রেস (TMC) এবং তৃণমূলের (Congress) প্রার্থী। এলাকায় প্রচুর বহিরাগত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটেরও। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। গণ্ডগোল সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে। বিজেপিরও অভিযোগের তির কংগ্রেসের দিকেই।