নিজস্ব প্রতিবেদন: বাম-কংগ্রেস জোটে আসন নিয়ে সমঝোতা চলছিল। মাঝে এসে পড়েছে আইএসএফ (ISF)। আর তাতে জোটের আলাপ আরও জটিল হয়েছে। বামেরা আইএসএফের দাবি মেনে নিয়ে বামেরা আপোস করলেও অনমনীয় কংগ্রেস। আর হাত শিবিরের এহেন মনোভাবে দৃশ্যতই ক্ষুব্ধ আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। ব্রিগেডে অধীর চৌধুরী মঞ্চে থাকলেও ক্ষোভ গোপন করেননি। কংগ্রেসের নাম করেই তাঁর বার্তা, 'ভাগীদারি করতে এসেছি। তোষণ করতে নয়।'                        

এ দিন ব্রিগেডে বিমান বসু (Biman Basu) ও মহম্মদ সেলিমের (Md Salim) নাম নিয়ে ভাষণ শুরু করেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। তিনি বলেন,'আন্তরিক শুভেচ্ছা মহম্মদ সেলিম সাহেব, বিমানদাকে এবং বামপন্থী শরিক দলের প্রতিটি কর্মী ও দায়িত্বশীল ব্যক্তিকে। তাঁরা মানুষের মনোভাব বুঝতে পেরে মানুষের স্বার্থে সদিচ্ছা দেখিয়েছেন। যে তালিকা দিয়েছিলাম বেশিরভাগ জায়গায় আমাদের দাবিকে মেনে নিয়েছেন তাঁরা।  আগামী নির্বাচনে যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে জেতাতে হবে। দুর্দিনের ইতিহাস ভুলে বিজেপি সরকার ও বিজেপির বি টিম মমতাকে বাংলাকে উৎখাত করে ফেলতে হবে।'    

বামেদের ভোট দেওয়ার আহ্বান করলেও কংগ্রেসের নাম পর্যন্ত নিলেন না আব্বাস। সেনিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তার জবাব দিলেন নিজেই। ভাষণের শেষপর্বে আব্বাস বলেন,'অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাম শরিকদের ভোট দেওয়ার কথা বলছেন। অথচ কংগ্রেস নয় কেন? জানিয়ে দিই, ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে আসিনি। ভাগীদারি চাই। আদিবাসী, ওবিসি ও মুসলিমদের হক বুঝে নিতে হবে। কেউ বন্ধুত্বের হাত বাড়ালে দরজা খোলা আছে।' 

কংগ্রেসের কাছে আইএসএফ যে আসনগুলি চেয়েছিল, সেগুলি তারা দিতে রাজি নয়। তুলনামূলকভাবে সিপিএম ও বাম শরিকরা নমনীয় হওয়ায় দক্ষিণবঙ্গে রফাসূত্র মিলেছে। সে কথা মনে করিয়ে দিয়ে আব্বাস এ দিন বলেন,'মানুষের স্বার্থে ৩০টি আসন দিয়ে ত্যাগস্বীকার করেছেন বিমান'দা। আগামী দিনে নিজেদের অধিকার ছিনিয়ে নেব। ভিক্ষায় অধিকার পাওয়া যায় না। '

সূত্রের খবর, উত্তরবঙ্গের বেশ কিছু আসন আইএসএফ-কে ছাড়তে আপত্তি কংগ্রেসের। মালদহ, মুর্শিদাবাদে একটি আসনও তারা দিতে ইচ্ছুক নয়। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হলেও আইএসএফ আলাদা করে প্রার্থী দিতে পারে ওই জেলাগুলিতে। এই পরিস্থিতিতে রফার খোঁজে আগামিকাল, সোমবার আলিমুদ্দিনে বৈঠকে বসতে চলেছে সিপিএম-কংগ্রেস।           

আরও পড়ুন- 'ভাইজান'কে মঞ্চে দেখেই থামলেন Adhir, বুঝিয়ে রাজি করালেন Biman-Salim

 

English Title: 
Abbas Siddiqui says, he wants rights for minority
News Source: 
Home Title: 

'ভাগীদারি চাই, হক বুঝে নিতে হবে', ব্রিগেডের মঞ্চে বার্তা Abbas-র

'ভাগীদারি চাই, হক বুঝে নিতে হবে', ব্রিগেডের মঞ্চে বার্তা Abbas-র
Yes
Is Blog?: 
No