নিজস্ব প্রতিবেদন : অশান্তির ফুটেজ থাকলে সেই ফুটেজ প্রকাশ্যে আনুন। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। অশান্তিতে তৃণমূলের কেউ যুক্ত থাকলে, নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, কলকাতা পুরভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। বলেন, "আমি আশ্বস্ত, তবে গণতন্ত্রে গণদেবতা সাধারণ মানুষ।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বেলা ১টার পর কিছু পর ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই পুরভোটে অশান্তি প্রসঙ্গে অভিষেক স্পষ্ট বলেন, "অভিযোগ থাকলে ফুটেজ প্রকাশ্যে আনুন। কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবে প্রশাসন। অশান্তিতে তৃণমূল যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক ও দলীয়, উভয় স্তরেই ব্যবস্থা নেওয়া হবে।" অভিষেক আরও জানান, ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিস প্রশাসনকে ৩৬ নম্বর ওয়ার্ডে 'ভালো কাজ' করার সার্টিফিকেট দেন। বলেন, "পুলিস ৩৬ নম্বর ওয়ার্ডে সক্রিয়ভাবে কাজ করেছে।"


প্রসঙ্গত, এদিন ভোট শুরুর পর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে। শিয়ালদহ, বেলেঘাটায় বোমাবাজি হয়। টাকি বয়েজ স্কুলের সামনে বোমাবাজিতে জখম হন ২ জন। একজন পা হারান। কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। হাতেনাতে ধরা পড়ে ভুয়ো ভোটার। বিজেপির মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে আবার সিসিটিভি ক্যামেরা কাগজের স্টিকার লাগিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট বসতে 'বাধা' দেওয়ার অভিযোগ করে। 


যদিও এজেন্ট প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ উড়িয়ে অভিষেকের টিপ্পনী, "বিরোধীরা এজেন্ট দিতে না পারলে তৃণমূল কী করবে?" একইসঙ্গে তিনি বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে আরও বলেন, ত্রিপুরা পুরভোটে সন্ত্রাসের তথ্যপ্রমাণ সব আদালতে জমা দিয়েছে তৃণমূল। তাই বিজেপির কাছে কোনও প্রমাণ থাকলে, তা নিয়ে আদালতে যাক বিজেপি! সব মিলিয়ে পুরভোট ঘিরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। 


আরও পড়ুন, অচেনা ছবি বড়তলা থানায়, একসঙ্গে অবরোধে সামিল বিজেপি, কংগ্রেস, সিপিএম


বোমার আঘাতে জখম ভোটার, অশান্তি রুখতে মোতায়েন বাহিনী


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App