লবি করে পুরভোটের টিকিট মিলবে না, কাউন্সিলরদের বৈঠকে কড়া বার্তা অভিষেকের
"গায়ের জোরে নয়, কাজের জোরেই ভোট জিততে হবে"
নিজস্ব প্রতিবেদন : লবি করে টিকিট পাওয়া যাবে না, কাজের নিরিখেই টিকিট প্রদান করা হবে। কাউন্সিলরদের বৈঠকে স্পষ্ট বার্তা তৃণমূল নেতৃত্বের। বলপ্রয়োগে ভোট নয়, একইসঙ্গে বার্তা দলের। ক্যামাক স্ট্রিটে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে হাজির ছিলেন প্রশান্ত কিশোর। সঙ্গে হাজির ছিলেন পার্থ, অভিষেক, ফিরহাদও।
কয়েকমাসের মধ্যে রাজ্যে পুরনির্বাচন। হাতে আর সময় নেই বললেই চলে। ক্যামাক স্ট্রিটে, দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার সব কাউন্সিলরদের নিয়ে আজ ছিল প্রশান্ত কিশোরের ক্লাস। সময়ে নড়চড় নেই, হাজির ছিলেন প্রত্যেকেই। সেখানেই কাউন্সিলরদের দিকনির্দেশ দেওয়া হল-
- কাজের নিরিখেই ভোট, তাই কোনও কাজ ফেলে রাখা যাবে না
- জনসংযোগের ওপর জোর আরও বাড়ানোর নির্দেশ
- কোনওরকম দুর্নীতির আঁচ যেন দলের ওপর না পড়ে
- পুরপ্রতিনিধিদের বৈভবে রাশ টানার নির্দেশ, দামি গাড়ি, গয়না পড়ে জনসংযোগে নিষেধ
- ভোটার অর্থাত্ আমজনতার সঙ্গে আরও ভাল ব্যবহার করার বার্তা
আরও পড়ুন, বাংলায় CAA প্রচারে মুখ রাহুল, তৃণমূলকে 'অনুসরণ' করে ক্লাবকে কাছে টানার নীতি বিজেপির
কাউন্সিলরদের পাশাপাশি বৈঠকে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, এদিন অভিষেকও অবাধ ভোটের বিষয়ে সতর্ক করে দেন। কাউন্সিলরদের উদ্দেশে তিনি বার্তা দেন-
- ব্যক্তিগত ও দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার নির্দেশ
- এখনই ভোট, এই ভেবে জনসংযোগে ঝাঁপিয়ে পড়তে হবে
- লবি করে টিকিট পাওয়া যাবে না, কাজের নিরিখেই টিকিট প্রদান
- গায়ের জোরে নয়, কাজের জোরেই ভোট জিততে হবে