Abhishek Banerjee: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি! ভাইরাল অভিষেকের ছবি....
চোখের চিকিৎসা করাতে এখন বিদেশে তৃণমূল সাংসদ। ২৬ জুলাই কলকাতা থেকে দুবাই রওনা দেন তিনি।
![Abhishek Banerjee: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি! ভাইরাল অভিষেকের ছবি.... Abhishek Banerjee: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি! ভাইরাল অভিষেকের ছবি....](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/06/432422-aban.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: BJP: বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদল, অগস্টেই রাজ্যে জেপি নাড্ডা...
চোখের চিকিৎসা করাতে এখন বিদেশে অভিষেক। ২৬ জুলাই কলকাতা থেকে দুবাই রওনা দেন তিনি। তবে, ছবিটি দেখে নেটিজেনদের অনুমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন তৃণমূল সাংসদ। ছবিটি কবে তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
এদিকে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। এদিন সকালে চাঁপাডাঙা হয়ে তারকেশ্বরে মন্দিরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কু্ণ্ডু-সহ কাউন্সিলর। মন্দির চত্বরে ছিল কড়া পুলিসি নিরাপত্তা। দুধ পুকুরে হাত-পা ধুয়ে গর্ভগৃহের বাইরে থেকেই পুজো দেন রুজিরা। এরপর ১২ নাগাদ মন্দির ছেড়ে বেরিয়ে যান তিনি।