TMC Meeting: দলে এবার নয়া দায়িত্বে অভিষেক! তৃণমূলের কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত...

TMC Meeting:  রাজ্যে ৬ আসনে বিধানসভা ভোটে সবুজ-ঝড়। যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, সেদিনই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুষ্ঠিত কালীঘাটে। 

Updated By: Nov 25, 2024, 08:08 PM IST
TMC Meeting: দলে এবার নয়া দায়িত্বে অভিষেক! তৃণমূলের কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়! সঙ্গে  মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। দলের শৃঙ্খলারক্ষায় জোর। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, 'পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে'। 

আরও পড়ুন:  Arpita Mukherjee: জামিন পেলেন অর্পিতা! ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড মঞ্জুর, জেলেই পার্থ...

ঘটনাটি ঠিক কী? রাজ্যে ৬ আসনে বিধানসভা ভোটে সবুজ-ঝড়। যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, সেদিনই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুষ্ঠিত কালীঘাটে। 

তৃণমূলের জাতীয় কর্মসমিতি নতুন মুখ

--

বিমান বন্দ্যোপাধ্যায়
মানস ভুইঁয়া
মালা রায়
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জাভেদ খান

---

ত্রিস্তরী শৃঙ্খলারক্ষা কমিটি
---
সংসদে শৃঙ্খলারক্ষা কমিটি
--
সুদীপ বন্দ্যোপাধ্যায়
ডেরেক ও'ব্রায়েন
কাকলী ঘোষদস্তিদার
নাদিমূল হক
কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটি
--
শোভনদেব চট্টোপাধ্যায়
নির্মল ঘোষ
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
চন্দ্রিমা ভট্টাচার্য
দেবাশিস কুমার

দলের শৃঙ্খলারক্ষা কমিটি
--
সুব্রত বক্সি
অরূপ বিশ্বাস
সুজিত বোস
চন্দ্রিমা ভট্টাচার্য
ফিরহাদ হাকিম
 

মুখপাত্র
---

দিল্লি-- অভিষেক বন্দ্যোপাধ্যায়. ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ
--
কলকাতা
----
অর্থনীতি- অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য
--
শিল্প-- শশী পাঁজা, পার্থ ভৌমিক
--
উত্তরবঙ্গ- গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বড়াইক
--
ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা
--
চা-বাগান-মলয় ঘটক

আরও পড়ুন:  Alipore Zoological Garden: আলিপুরে উলটপুরাণ! চিড়িয়াখানায় এবার মানুষের জন্যই খাঁচা, স্বাধীন ভাবে ঘুরবে পশুপাখি...

এদিকে বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। দলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। চন্দ্রিমা জানালেন, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস ইতিহাস নিয়ে কর্মীদের অবহিত করতে হবে। ইতিহাস জানবেন। তৃণমূলের ইতিহাস, এমনি এমনি হঠাত্‍ ৯৮ সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূলনেত্রী সারাজীবন দিয়ে যে ইতিহাসটা তৈরি করেছেন,  সেই ইতিহাসে প্রতিফলন হয়েছে ৯৮ সালে নতুন একটা দল গঠন করে। এই ইতিহাসটা জানতে হবে। নবীন প্রজন্মের হয়তো গোচরে থাকে না'।

আরজি কর কাণ্ডের পর, মহিলা সুরক্ষায় বিধানসভা 'অপরাজিতা বিল' পাস হয়েছিল। সেই বিলকে আইনে পরিণত করার দাবিতে এবার পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা বলেন, '৩০ নভেম্বর বেলা ২টো থেকে ৪টে ব্লকে ব্লকে মিছিল করবে মহিলা তৃণমূল কংগ্রেস। পরের দিন ১ ডিসেম্বর ধরনা। ১০ ডিসেম্বরের পর রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হবে। ১৫ জনের মহিলা প্রতিনিধিদল যাবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.