Bengal Weather: বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা! এক ঝটকায় উধাও শীত...
Weather Update: শীতের পথে কাঁটা পরপর পশ্চিমী ঝঞ্চায় আটকে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিমের অবাধ হাওয়া না আসায় আগামী তিন-চার দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। ব
অয়ন ঘোষাল: বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে উত্তরেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন, Alipurduar: যোগীরাজ্য থেকে এসে বাংলায় চলছিল এটিএম জালিয়াতি, আলিপুরদুয়ারে এসে আর শেষরক্ষা হল না
শীতের পথে কাঁটা পরপর পশ্চিমী ঝঞ্চায় আটকে উত্তুরে হাওয়া। একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। উত্তর-পশ্চিমের অবাধ হাওয়া না আসায় আগামী তিন-চার দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। বর্ষ শেষের আগে পারা পতনের সম্ভাবনা কম। ২৭ ডিসেম্বরের পর তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে এই বছর জাঁকিয়ে শীতের সম্ভবনা থাকছে না, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস।
কলকাতায় আপাতত তিন-চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। ২৭ ডিসেম্বরের পর পারদ সামান্য নামলেও এই বছর আর জাঁকিয়ে শীত নেই কলকাতায়। রাতের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৭.৩ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা সামান্য বেড়ে ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩২ থেকে ৯৩ শতাংশ।
আরও পড়ুন, West Bengal News LIVE Update: বড়দিন উপলক্ষ্যে শহরে যান নিয়ন্ত্রণ, ৬ টি বিকল্প রুটে চলবে গাড়ি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)