রাতের কলকাতায় তিনটি পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২৩

রাতের কলকাতায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হল। আহত হয়েছেন ২৩ জন। রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিংয়ে খাবার কিনে ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় বছর পঁয়ত্রিশের এক ব্যক্তির মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সাহায্যে গাড়িটিকে ধরে ফেলে চেতলা থানার পুলিস। দুজনকে আটক করা হয়।

Updated By: Feb 18, 2014, 12:58 PM IST

রাতের কলকাতায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হল। আহত হয়েছেন ২৩ জন। রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিংয়ে খাবার কিনে ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় বছর পঁয়ত্রিশের এক ব্যক্তির মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সাহায্যে গাড়িটিকে ধরে ফেলে চেতলা থানার পুলিস। দুজনকে আটক করা হয়।

রাত সাড়ে দশটা নাগাদ, চিংড়িঘাটার কাছে সুকান্তনগরে একটি বাস ডিভাইডারে ধাক্কা মারে। আহত হন কুড়ি জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়েই সেটি নিয়ন্ত্রণ হারায়। বিধাননগর দক্ষিণ থানার পুলিস বাসদুটিকে আটক করে।

রাস্তা পার হওয়ার সময় একটি অটোতে সজোরে ধাক্কা মারে একটি বাস। ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসের কাদাপাড়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন।

.