Madhyamik 2023: মাধ্যমিকের সময়ে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন...

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে ৪ মার্চ। পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই কন্ট্রোলরুম চালু করেছে পর্ষদ।  

Updated By: Feb 20, 2023, 10:15 PM IST
Madhyamik 2023: মাধ্যমিকের সময়ে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন...

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: হাতে আর মাত্র ২ দিন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিয়ালদহ ডিভিশনের দুটি সেকশনে বেশ কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন। কখন? পরীক্ষার দিনগুলিতে সকালে ১০টা থেকে পৌনে ১২টা ও বিকেলে ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত।

আগামী বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে ৪ মার্চ। সাগরদিঘি উপনির্বাচনের জন্য় অবশ্য ইতিহাস পরীক্ষার দিন বদল করেছে পর্ষদ। ২৭ ফ্রেরুয়ারি নয়, পরীক্ষা হবে  ১ মার্চ।

আরও পড়ুন: Money Seized in Kolkata: বালিগঞ্জ-গড়িয়াহাটের পর পার্ক স্ট্রিট, এবার গাড়ি থেকে উদ্ধার তাড়া তাড়া নোট

এদিকে মাধ্যমিক শুরুর সাতদিন আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোলরুম চালু করেছে পর্ষদ। এবার উদ্যোগী হল পূর্ব রেলও। কীভাবে? যেদিন পরীক্ষা থাকবে, সেদিন শিয়ালদহ-রানাঘাট ও  বারাসত-বনগাঁ সেকশনে নির্ধারিত স্টেশনের বাইরেও পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও ভূপতিভূষণ হল্টেও দাঁড়াবে ট্রেন।

অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন
--------------
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল পলতা, জগদ্দল ও কাঁকিনাড়ায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৬, ১০টা ১৭ ও ১০টা ২০ মিনিটে।
শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার পলতা, জগদ্দল ও কাঁকিনাড়ায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৫৯, ১১টা ৮ ও ১১.১১ মিনিটে।
শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে ১১টা ১৯ মিনিটে।
শিয়ালদহ-বনগাঁ লোকাল ভূপতি ভূষণ হল্টে দাঁড়াবে ৩টে ৩৩ মিনিটে।
কলকাতা-লালগোলা প্যাসেঞ্জার পায়রাডাঙায় দাঁড়াবে ৩টে ২৭ মিনিটে।
শিয়ালদহ-রানাঘাট লোকাল জগদ্দলে দাঁড়াবে ৩টে ৪৭ মিনিটে
কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ ও ১০টা ৫১ মিনিটে
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল জগদ্দলে দাঁড়াবে ১১টা ১০ মিনিটে।
লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার পায়রাডাঙায় দাঁড়াবে ১১টা ৮ মিনিটে।
বনগাঁ-শিয়ালদহ লোকাল ভূপতি ভূষণ হল্টে দাঁড়াবে ১১টা ৩৫ মিনিটে
লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ৩টে ৯, ৩টে ১২ ও ৩টে ২০ মিনিটে।
কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ৩টে ২৭, ৩টে ২৯ ও ৩টে ৩৮ মিনিটে।
শান্তিপুর-শিয়ালদহ লোকাল জগদ্দলে দাঁড়াবে ৩টে ৪২ মিনিটে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.