রাজভবনে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টের পর পাল্টে গেল সিবিআই অফিসার: অধীর

নারদা, সারদা ও রোজভ্যালির দায়িত্বে থাকা অফিসারদের বদলি করা হয়েছে বুধবার।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jan 16, 2020, 08:46 PM IST
রাজভবনে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টের পর পাল্টে গেল সিবিআই অফিসার: অধীর

নিজস্ব প্রতিবেদন: মোদী-মমতা বৈঠকের কয়েকদিন পর সারদা, নারদা ও রোজভ্যালির সিবিআই তদন্তকারী অফিসার বদল নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা আরও একবার সেটিংয়ের অভিযোগ করলেন। তাঁর কথায়,''রাজভবনে আলোচনার পর সিবিআই অফিসার পাল্টে গেল। চিটফান্ডকাণ্ডে সিবিআই তদন্ত এখন অথৈ জলে। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হল।''

বাংলার দাবিদাওয়া নিয়ে রাজভবনে মোদীর সঙ্গে কেন দেখা করার প্রয়োজন পড়ল? বিস্ময়প্রকাশ করেছেন অধীর। বলেন, ''মোদীর সঙ্গে দেখা করতে দিল্লি যান আপনি, সেখানে না গিয়ে, আপনি রাজভবনে গেলেন। পশ্চিমবঙ্গে কাসরঘণ্টা না বাজিয়ে, দিল্লিতে গিয়ে কাসরঘন্টা বাজান। একশোবার প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত। আমিও যাই। যা যা হচ্ছে সব পরিকল্পনা করেই ওরা করছে।''

নারদা, সারদা ও রোজভ্যালির দায়িত্বে থাকা অফিসারদের বদলি করা হয়েছে বুধবার। ডিএসপি ও ইনস্পেক্টর স্তরের অফিসারদের বদলি করেছে সিবিআই। ডিএসপি তথাগত বর্মন রোজভ্যালি ও সারদা মামলার তদন্ত করছিলেন। তাঁকে দিল্লিতে বদলি করা হয়েছে। রোজভ্যালি মামলায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে জেরা করেছিলেন তিনি। শিলংয়ে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকেও জেরা করেছিলেন। ইনস্পেক্টর ব্রতীন ঘোষালকে বদলি করা হয়েছে ভুবনেশ্বরে। মদন মিত্রকে জেরা করেছিলেন ব্রতীনবাবু। নারদার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকেও বদলি করা হয়েছে। CBI জানিয়েছে, এটা রুটিন বদলি।  

নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সমস্যায় পড়ছেন বলে দাবি করেন অধীর। বলেন,''এন‌আরসি-সিএএ  বাংলাদেশের হিন্দুদের বিপদে ফেলছে। বাংলাদেশ আমাদের বন্ধু সরকার। কিন্তু বিজেপির কাজকর্ম  বাংলাদেশের মৌলবাদীদের হাত শক্ত করছে।''

আরও পড়ুন- নয়াদিল্লিতে SCO সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাবে মোদী সরকার

.