রাজ্যপালকে ঘিরে সমাবর্তন অনুষ্ঠানে প্রবল বিক্ষোভ, উপাচার্যের কাতর অনুরোধেও অনড় পড়ুয়ারা

মঙ্গলবার নজরুল মঞ্চে ঢোকার মুখেই ছাত্রদের চরম বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়।

Updated By: Jan 28, 2020, 01:39 PM IST
রাজ্যপালকে ঘিরে সমাবর্তন অনুষ্ঠানে প্রবল বিক্ষোভ, উপাচার্যের কাতর অনুরোধেও অনড় পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেনজির ঘটনা। সমাবর্তন ঘিরে চরম অরাজকতার সাক্ষী থাকল সকলে। আশঙ্কা আগেই ছিল। আর সেইমতোই ধুন্ধুমার বাঁধল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। মঙ্গলবার নজরুল মঞ্চে ঢোকার মুখেই ছাত্রদের চরম বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর গাড়ি ঘিরে চরম বিক্ষোভ দেখায় সাধারণ ছাত্রছাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুক্ষণ পর পুলিসি তৎপরতায় কোনওক্রমে রাজ্যপালকে গ্রিনরুমে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। 

শুধু ঢোকার সময়ই নই, নজরুল মঞ্চের ভিতরে হলেও চলে তুলকালাম। উপাচার্য, সহ উপাচার্য এমনকী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অনুরোধ করলেও কোনও কথাই শুনতে নারাজ তাঁরা। শেষ পর্যন্ত 'রাজ্যপাল মঞ্চে আসবে না' উপাচার্যের এই আশ্বাসে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। উল্লেখ্য, এই বিক্ষোভের মাঝেই সমাবর্তন অনুষ্ঠানে ঢুকেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 

 

.