ফের প্রকাশ্য রাস্তায় গুলি কলকাতায়, নারকেলডাঙায় গুলিবিদ্ধ এক জন

ফের প্রকাশ্য রাস্তায় গুলি চলল কলকাতায়। শর্ট স্ট্রিট, লেকটাউনের পর এবার নারকেলডাঙায়। গুলিবিদ্ধ হয়েছেন এক জন। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে ঘটনাটি ঘটে। (বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ২৪ ঘণ্টা ডট কম-এ)

Updated By: Nov 26, 2013, 01:24 PM IST

ফের প্রকাশ্য রাস্তায় গুলি চলল কলকাতায়। শর্ট স্ট্রিট, লেকটাউনের পর এবার নারকেলডাঙায়। গুলিবিদ্ধ হয়েছেন এক জন। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে ঘটনাটি ঘটে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সেই সময়ই বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরছিলেন সুরিন্দর সিং নামে এক ব্যক্তি।
হঠাত্‍ই গুলি চালায় সেলিম গোষ্ঠীর লোকজন। গুলি গিয়ে লাগে সুরিন্দর সিংয়ের গায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিস। তবে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
পুলিসের অনুমান, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা৷ পুরানো কোনও শত্রুতার জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

.