TMC-তে যোগ AIMIM-র যুব দলের; ভোট ভাগাভাগি রুখতে যোগদান: ফিরহাদ
আসন্ন বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আসাউদ্দিন ওয়াইসির দল।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এআইএমআইএমের যুব দলের সভাপতি-সহ গোটা নেতৃত্ব বৃহস্পতিবার যোগ দিল তৃণমূলে। তাঁদের হাতে ঘাসফুল পতাকা তুলে দিলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়,'ভোট ভাগাভাগি ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলেন মিমের যুব নেতারা।'
বৃহস্পতিবার রাজ্যে বড়সড় ভাঙন মিমের সংগঠনে। দিন কয়েক আগে একাধিক প্রভাবশালী নেতা নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরে। এ দিন সদলবদলে তৃণমূলে যোগ দিলেন মিমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খান। তাঁর দাবি, রাজ্যের ২৩ জেলায় মিমের ১০ লক্ষ সদস্য রয়েছেন। সব জেলার সভাপতিই তৃণমূলে যোগ দিলেন। ফিরহাদ হাকিম বলেন,'মমতার হাত শক্ত করতে ভোট ভাগাভাগি ঠেকাতে তাঁরা তৃণমূলে এলেন।'
আসন্ন বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আসাউদ্দিন ওয়াইসির দল। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাংলাভাষী মুসলিমদের টার্গেট করেছে মিম। মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আসাউদ্দিনের দলের সংগঠন বাড়ছে। অতিসম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মিমে মুখপাত্র অসীম ওয়াকার জানিয়েছেন,''বিহারের পর আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা ভোটে প্রার্থী দেব। ৩ বছর ধরে ওই রাজ্যে সংগঠনের জন্য পরিশ্রম করছি। ভোটে লড়ার জন্য সংগঠন তৈরি। বাংলায় আমাদের নেতাদের নাম ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র।''
আরও পড়ুন- বাংলায় আসছেন আসাউদ্দিন, কীভাবে সামাল? পৃথক বৈঠকে কংগ্রেস-সিপিএম