জুয়া-সাট্টার ঠেক চালানোর অভিযোগ, প্রতিবাদের পরই ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের

মেইন রোড থেকে শুরু করে পাড়ার গলি রাস্তার ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমার টুকরো অংশ। 

Updated By: Dec 7, 2020, 05:44 PM IST
জুয়া-সাট্টার ঠেক চালানোর অভিযোগ, প্রতিবাদের পরই ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন: ভোর থেকেই ব্যাপক বোমাবাজি। রাজপুর সোনারপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গড়িয়া ঢালুয়া তালতলাতে ভোর বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় জুয়া, সাট্টার ঠেক চালানোর ঘটনার প্রতিবাদ করায় বোমাবাজি বলেই দাবি এলাকাবাসীর। 

তাঁদের অভিযোগ, এদিন বাইকে করে ভোর ৪ টে থেকে সাড়ে ৪ টে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী এলাকায় ঢোকে এবং বোমাবাজি চালায়। এলাকায় মোট চারটি বোমা পড়েছে বলে জানাচ্ছেন এলাকাবাসীর। সোমনাথ দে নামে এক ব্যক্তির বাড়ির জানালা ভেঙে গিয়েছে। 

আরও পড়ুন:  ব্যানার যুদ্ধ! 'স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক রাজীব ব্যানার্জি জিন্দাবাদ' হাওড়াজুড়ে

মেইন রোড থেকে শুরু করে পাড়ার গলি রাস্তার ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমার টুকরো অংশ। এলাকাবাসীর অভিযোগ, ঢালুয়া ব্রিজের ওপরে প্রকাশ্যে চলে মদ ও গাঁজার ব্যবসা, হাঁদু বাপ্পা ও আরও বেশ কয়েক জন দুষ্কৃতী অবাধে সেখানে ব্যবসা করছে। 

বারবার স্থানীয় তৃণমূলের কাউন্সিলর অমলেশ সরদার ও নরেন্দ্রপুর থানার পুলিসের কাছে জানিয়েও হয়নি কোন সুরাহা। যদিও পুলিস সূত্রে খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা দীর্ঘদিন এলাকা ছাড়া। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ভোরের পর থেকেই এলাকায় চলছে পুলিসের টহলদারি। 

.