১ থেকে ৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের
ফের ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাঁদের দাবি, ভিন রাজ্যে আলু রফতানির ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে নিতে হবে।
রাজ্য সরকারের বেঁধে দেওয়া দরে আলু বিক্রিও সম্ভব নয়। ধর্মঘট মোকাবিলা করা নিয়ে কাল নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। আলু নিয়ে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নষ্ট হওয়া আলুর ক্ষতিপূরণ দিতে হবে।এই দুই দাবিতে আগেও ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যবসায়ীরা। পরে সরকারের আশ্বাসে পিছু হটেন তাঁরা। সম্প্রতি সরকার প্রতিদিন সাতশো মেট্রিক টন আলু ভিন রাজ্যে রফতানির অনুমতি দেয়। একইসঙ্গে নির্দেশ দেয়, প্রতিদিন তিনশো মেট্রিক টন আলু বারো টাকা কেজিতে বিক্রি করতে হবে রাজ্য সরকারের কাছে। এখানেই আপত্তি ব্যবসায়ীদের।
ভিনরাজ্যে আলুর ব্যবসা স্বাধীনভাবে করতে দিতে হবে। ক্ষতিপূরণের বিষয়েও অবিলম্বে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। এই জোড়া দাবিতেই এবার আন্দোলনের পথে আলু ব্যবসায়ীরা।
ক্ষতিপূরণের দাবি প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও ভাবছেন ব্যবসায়ীরা। তবে এখনও সরকারের সঙ্গে আলেচনায় বসতে তাঁরা রাজি।
আলু নিয়ে টানাপোড়েন শেষমেশ কোন পথে গড়ায়, এখন সেটাই দেখার।