কার্টুন কাণ্ডেই শেষ নয় হয়রানি, অম্বিকেশ মহাপাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ
কার্টুনকাণ্ডেই হয়রানির শেষ নয়। এবার মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল অম্বিকেশ মহাপাত্রকে। কাঠগড়ায় হেয়ার স্ট্রিট থানা। ক্ষুব্ধ অধ্যাপকের অভিযোগ, প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই বারবার হেনস্থার শিকার হচ্ছেন তিনি।
কলকাতা: কার্টুনকাণ্ডেই হয়রানির শেষ নয়। এবার মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল অম্বিকেশ মহাপাত্রকে। কাঠগড়ায় হেয়ার স্ট্রিট থানা। ক্ষুব্ধ অধ্যাপকের অভিযোগ, প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই বারবার হেনস্থার শিকার হচ্ছেন তিনি।
সামান্য একটি ব্যঙ্গাত্মক কার্টুন ফরোয়ার্ড করে জেলে যেতে হয়েছিল এক সময়। আবারও অম্বিকেশ মহাপাত্রের সামনে দুঃস্বপ্নের মতো ফিরে এল সেই মামলা-মোকদ্দমা, কোর্টকাছারি।
১৩ ডিসেম্বর, ধর্মতলায় প্রতিবন্ধীদের একটি আইন অমান্য কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।
এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে হেয়ার স্ট্রিট থানা। ২৯ জানুয়ারি পেশ হয় চার্জশিট। তাতে অভিযুক্ত করা হয় অম্বিকেশ মহাপাত্রকে।
তাঁর বিরুদ্ধে, ৩২৩ ধারায় মারধর, ৩৪১ ধারায় জোর করে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
ক্ষুব্ধ অধ্যাপকের প্রশ্ন, আইন অমান্য কর্মসূচিতে বক্তৃতা দিয়ে কাকে মারধর করলেন, আর কাকেই বা জোর করে আটকে রাখলেন তিনি?
প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে মুখ খোলাই তাঁর একমাত্র অপরাধ। অভিযোগ প্রতিবাদী অধ্যাপকের।
শুক্রবার ব্যাঙ্কশাল কোর্ট থেকে ৭০০ টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন নিয়েছেন অম্বিকেশ মহাপাত্র।
তাঁর বিরুদ্ধে কেন এই মামলা? কেন মারধর, জোর করে আটকে রাখার মতো ধারা প্রয়োগ করা হল, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ পুলিস-প্রশাসনের।